ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত প্রাঙ্গণ থেকে প্🦩রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সোমবার (২১ নভেম্বর) এ কম🎃িটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান।
মনজুর রহমান বলেন,🅺 “পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অডিট) মো.🐓 আমিনুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান আর অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে। অপর দুই সদস্য হলেন সিটিটিসির যুগ্ম কমিশনার এ এইচ এম কামরুজ্জামান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান।”
রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার সিজেএম꧟ আদালত প্রাঙ্গণ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদ🐈স্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পলাতক আসামিরা হলেন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির, মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।
মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আট🅰ক ১২ আসামিকে আদালতে হাজির করা। এছাড়া জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তাদের সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার পথে সিজেএম আদালতের গেটের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে চার জঙ্গি পুলিশের চোখে স্প্রে করে ও কিল-ঘুষি মেরে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আইনজীবীর ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবিরඣোধী বিশেষ ট্রাইব্যুনাল শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় পুলিশের দিকে ‘সꦏ্প্রে মেরে’ তাদের ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনা তদন্তে ওই দিনই পাঁচ সদস্যের কমিটি গঠন করে ঢাকা মহানജগর পুলিশ। ওই কমিটিকেও তিন দিনের মধ্যে 𓂃প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় প্রসিকিউশনের দায়িত্বরত এক পুলিশ পরিদর্শকসহ পাঁচ 🍒পুলিশ সদস্যকে বরখাস্ত করার কথা সোমবার ডিএমপির তরফে জানানো হয়েছে।
আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডের আসামি দুই জঙ্গিকেꦗ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ‘কোথাও গাফিলতি রয়েছ♋ে’ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, “পরিকল্পনা করไে, রেকি করে এ ঘটনা ঘটিয়েছে। কারা এর 🍨সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করা হবে।”
আর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ জানিয়েছেন, পালিয়ে যাওয🐬়া দুই জঙ্গি তাদের নজরদারিতেই রয়েছেন।
এদিকে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সোমবার মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। জঙ্গি ছিনিয়ে নেওয়ার পর 🍷থেকে আদালত চত্বরে নিরাপত্তাও বাড়ানো হয়েছে💟।