২০২৪-এর গণঅভ্যুত্থানে আহতদের তালিকা নিয়ে গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মুক্ত🦹িযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে। গেজেটে সারা দেশের ৪৯৩ জন আহতের নাম স্থান পেয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্ব꧒াক্ষরিত ওই গেজেটি- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩ এর প্রদত্ত ক্🌠ষমতাবলে সরকার প্রকাশ করে।
গেজেটে অতি গুরুতর ৪৯৩ জন আহতকে ‘ক’ শ্রেণিতে তালিকাভুক্ত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এছাড়া আহতদের ধরনভেদে পর্যায়ক্রমে ‘খ’ ও ‘🦹গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয়।
গেজেটে অতি গুরুতর আহতদ♑ের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ ক🌌রা হয়েছে। তালিকাটি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জান💟ুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।
এসব তালিকা ধরে গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আর্থিকভাবে সহায়তা দেবে সরকার। আহতদের ধরন অনু🐻যায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে।