রাজ𒐪ধানীর পুরানা পল্টনে ৪ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস𝄹ের ৫টি ইউনিট।
মঙ্গ⛎লবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনꦯিটে এ ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্র𒀰ণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনে ক🐲োনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।