লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে মস্তকবিহীন গৃহবধূর ম♛রদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা প♛র তার পরিচয় মিলেছে।
বৃহস্প𓆏তিবার (৬ মার্চ) দুপুরে অতিরিক্ত পুলিশ সূপা♒র (সার্কেল) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত ওই গৃহবধূর নাম হাসিনা বেগম (৪০)। তিনি জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। তার পৈত্রিক বাড়ি ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার দড়িবস গ্রাম।🐼 তিনি মৃত কাশ💦েম আলীর মেয়ে।
এর আগে বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাটের൲ মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে হাসিনার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে বৃহস্পতিবার পুলিশ ওই গৃহবধূর স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক ও ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করে। তবে নিহত গৃহবধূর দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা উদ্ধার করা যায়নি। এদিকে স্বামী আশর🥃াফুল ইসলাম পলাতক রয়েছে।
দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সরকার জানান, নিহত হাসিনা বেগ𝓀মের স্বামী আশরাফুল ইসলাম চর কুঠীরপার গ্রামের মো. নবাব আলীর ছেলে।
তিনি আরও জানান, ন😼িহত হাসিনার একটি মেয়েসহ প্রথম স্বামী আশরাফুলের সঙ্গে বিচ্ছেদ হয়। পরে দিঘলটারী গ্রামের নুর ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে তার দ্বিতীয় বিবাহ হয়। সেখানেও ১টি কন্যা সন্তান হলে দ্বিতীয় স্বামীর সংসার ছেড়ে পুনরায় প্রথম স্বামীর কাছে ফিরে গেলে আবারও কন্যা সন্তান হয় তার।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফজলুল হক বলেন, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। আশা করি খুব শীঘ্রই আসামি গ্রেপ্তাﷺরসহ মামলা নিষ꧃্পত্তি করা সম্ভব হবে।”