• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হিজাব-বিতর্কে প্রধান শিক্ষকের জিডি, আসামি ১৫০ জন


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০৯:০৭ এএম
হিজাব-বিতর্কে প্রধান শিক্ষকের জিডি, আসামি ১৫০ জন

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চবিদ্যালয়ে হিজাব নিয়ে বিতর্কের ঘটনায়ꦗ থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রধান শিক্ষক ধরনী কান্ত।

রোববার (১০ এপ্রিল) বিকেলে মহাদেবপুর থানায় এই💝 জিডি করে ধরনী কান্ত। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও🌳সি) আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরিতে ধরনী কান্ত লিখেছেন, “বিদ্যালয়ের একটি তুচ্ছ ঘটনা নিয়ে গুজব ছড়িয়ে পড়ায় ৭ ;এপ্রিল❀ বিদ্যালয়ে হামলা🌼 চালানো হয়। স্কুলের আশপাশের গ্রামের মানুষরা এই হামলা করে। তারা চেয়ার-টেবিলসহ ব্যাপক ভাঙচুর চালায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, ৬ ও ৭ এপ্রিল গুজব ছাড়ানো ও বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে।  ঘটনার চার দিন পর প্রধান শিক্ষক ধরনী কান্ত থানায় জিডি করেছেন। ডায়েরিতে অজ্ঞাতনামা দেড় শ ꦗজনকে আসামি করা হয়েছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি ও ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের মূলে রয়েছে ধরনী কান্ত। নিজেকে বাঁচাতে প্রধান শিক্ষক সাধারণ ডায়েরি করেছে। সৃষ্ট হিজജাব-বিতর্কের জন্যও প্রধান শিক্ষকই দায়ী।

গত বুধবার (৬ এপ্রিল) দাউল বারবাকপুর উচ্🔯চবিদ্যালয়ে স্কুল ড্রেস পরে না আসায় শিক্ষার্থীদের শাসন করেন শিক্ষকরা। এর জের ধরে পরদিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) হিজাব পরে আসায় শিক্ষার্থী⭕দের নির্যাতনের অভিযোগ তুলে বিদ্যালয়ে হামলা-ভাঙচুর হয়। ভাঙচুরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিশৃঙ্খল ঘটনা নিয়ন্ত্র🉐ণে বাড়তি নজরদারি রাখা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত𒀰 কর্মকর্তা।

Link copied!