ভারতে অনুষ্ঠিত হচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। এতে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ। বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে লা𒅌ল-সবুজ জার্সিধারীদের। সেই টুর্নামেন্টের জন্য বুধবার (১২ মার্চ) ১৫ সদস্যের দল ঘোষণা করেছ🌟ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে অধিনায়ক হিসে♚বে থাকছেন উইকেটরক্ষক ও ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হেরেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারায় বাংলাদেশ। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইশমা তানজিম, জান্নাতুল ফেরদৌস ও রিতু মনি।
নারী বিশ্বকাপের বাছাইপর্ব হবে পাকিস্তানের লাহোরে, ৫-১৯ এপ্রিল। আগামী ৩ এপ্রিল বাছাইপর্ব খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে টাই💧গ্রেসদের। সেখানে বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান📖্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে। দুই ফাইনালিস্ট খেলবে বিশ্বকাপে।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, শারম🍌িন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুꦬফা আক্তার, রিতু মনি ও ইশমা তানজিম।