• ঢাকা
  • মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দীর্ঘ সময় ধরে ছুটিতে কামিন্স, এবার কারণ জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৩:২১ পিএম
দীর্ঘ সময় ধরে ছুটিতে কামিন্স, এবার কারণ জানা গেল
প্যাট কামিন্স। ছবি : সংগৃহীত

মাত্র এক বছরের ব্যবধানে অস্ট্রেল🌄িয়াকে দুই ফরম্যাটের বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন প্যাট কামিন্স। বর্তমানে তিনি প্রায় দুই মাসের বিরতিতে আছেন। সাধারণত বড় কোনো সিরিজের আগে বড় তারকারা লম্বা সময়ের ছুটি নেন। কামিন্সও তার ব্যতিক্রম নন। আগামী নভেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি দিয়ে মাঠে ফিরবেন এই অজি তারকা। লম্বা সময় ছুটিতে থাকার কারণ জানিয়েছেন কামিন্স।

সংবাদমাধ্যম ফক্স স্প♕োর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্স বলেছেন, ‘বিরতির পর যে ফিরে আসে সে একটু সতেজ হয়। এর জন্য তুমি কখনও আফসোস করবে না🅺।’

ক্রিকেট থেকে ছুট🍎িতে থাকায় আগামী মাসে ইংল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজে খেলবেন না কামিন্স। এর আগে জুলাই মাসে আমেরিকার মেজর ল𝐆িগ ক্রিকেট টুর্নামেন্টে তার কামিন্সের অভিষেক হয়। তবে ৬ ম্যাচ খেলেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি থেকে নাম প্রত্যাহার করেন তিনি।

এ নিয়ে প্যাট কামিন্স বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে আমি প্রায় ১৮ মাস ধরে একটানা বোলিং করছি। বিরতির মাঝে বোলিং থেকে পুরোপুরি দূরে থাকব। সা൲ত বা আট সপ্তাহের বিরতি ভালো সময় দেবে এবং শরীর সুস্থ হয়ে উঠবে। এরপর শুরু হবে গ্রীষ্মের প্রস্তুতি।ꦦ এটা করলে একটু বেশি সময় ধরে বোলিং করা যায়, এতে ইনজুরির ঝুঁকি কমে যায়।’

ভারতের কাছে অস্♌ট্রেলিয়া সর্বশেষ সিরিজে ১-২ ব্যবধানে হেরেছিল। সিরিজ হারের আক্ষেপ এখনও সতেজ কামিন্সের মনে, ‘এটি এমন একটি ট্রফি যা আমি আগে জিততে পারিনি... আমাদের গ্রুপের অনেকেই জিততে পারেনি। টেস্ট ꦑগ্রুপ হিসেবে আমরা গত কয়েক বছরে দারুণ সব অর্জন পেয়েছি। তবে মানতে হবে ঘরের মাঠে প্রতিটি সিরিজ জিততে আমরা কিছুটা পিছিয়ে আছি। তারা (ভারত) সত্যিই একটি ভালো দল।’

 

 

Link copied!