মার্কিন বেসরকারি একটি যান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। এই দ্বিতীয়বারের মতো কোনো বেসরকারি যান চাঁদের মাটি স্পর্শ ক💙রল।
রোববার (২ মার্চ) এক প্রতিবেদন🃏 এই তথ্য জান🅺িয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির তথ্যমতে, চন্দ্রাভিযানটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘ফায়ারফ্লাই অ্যারোস্পেস’। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘💝ব্লু ঘোস্ট মিশন ১। উপগ্রহের মনস লাত্রিলি এলাকার কাছাকাছি অবতরণ করে যানটি। এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১ মার্চ) রাত ৩ꦯটা ৩৪ মিনিটে অবতরণের খবর পাঠায়।
মিশনের ডাকনাম দেওয়া হয়েছে, ‘ঘোস্ট রাইডার্স ইন দ্য স্কাই’। এক বছরের কিছু বেশি সময় আগে বাণিজ্যিক ভিত্তিতে প্রথমবারের মতো চাঁদে নভোযান পাঠানো হয়। বর্তমান মিশনটি হচ্ছে এ ধরনের দ্বিতীয় অভিযান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অংশীদা𝄹রত্বের একটি অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্লু ঘোস্ট ১০টি যন্ত্র বহন করছে। এর মধ্যে দুটি হলো, চাঁদেꩲর মাটি পরীক্ষা–নিরীক্ষা করার যন্ত্র ও তেজস্ক্রিয়তা সহনীয় একটি কম্পিউটার।
এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে চাঁদে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমহাকাশযান পাঠায় যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘ইনটুইটিভ মেশি♑নস’।