• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টক টাইম, ইন্টারনেট ব্যবহারকারীদের সুখবর দিলেন উপদেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০১:২১ পিএম
টক টাইম, ইন্টারনেট ব্যবহারকারীদের সুখবর দিলেন উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিꦐআর) শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করেছিল। তবে বুধবার (২২ জানুয়ারি) প্রজ্ঞাপনের মাধ্যমে ওষুধ, মোবাইল সেবা, রেস্তোরাঁ ও ওয়ার্কশপ খাতে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও কমিয়েছে এনবিআর।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকেﷺ বাড়🔥িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে।

অন্যদিকে ইন্টারনেট সংস্থা🦂র (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার 🦋করা হয়েছে।

এদিকে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন♚্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (২২ জানুয়ারি) রা🅘তে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর আগে, গত ৯ জানুয়ারি ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে এনবিআর। এ নির্দেশনা বাস্তবায়িত হলে ৫০০ টাকার সংযোগে গ্রাহককে বাড়তি গুনতে হতো অন্তত ৭৭ টাকা।
 

Link copied!
JeetBuzz
৳1,077 Slot & Fishing Bonus
18+ | Play Responsibly | gamblingtherapy.org | T&Cs Apply
  • Industry-leading odds and gameplay
  • 24/7 professional customer service team
  • Diverse and rich promotional bonuses
Show More
Jeetbuzz - Where Bangladesh Bets and Wins! As the trusted and internationally recognized betting platform, we combine legal integrity with a thrilling variety of casino games to deliver the ultimate gaming experience for cricket enthusiasts. Join us for secure bets, unbeatable offers, and top-notch customer service that sets us apart