জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চিত্♋রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন ছিল টক অব দ্য টাউন। এরপর বিষয়টি নিয়ে ততটা কথা শোনা যায়নি। এবার রাফির জন্মদিন ঘিরে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের ব🅠িয়ের গুঞ্জনের চর্চা চলছে। বিষয়টি চোখে পড়েছে তমা মির্জারও। এটি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।
তাদের প্রেমের গুঞ্জন ওপেন সিক্রেট থাকলেও বেশ কিছুদিন শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের গুঞ্জনও। তবে সেসব ছাপিয়ে এবার চাউর হলো, রাফি-তমা নꦆাকি চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।
সোমবার (৩ মার🐽্চ) ছিল রাফির জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফির মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছ꧂ে সামাজিক মাধ্যমে।
এ ছবি ছড়িয়ে পড়তেই তাদের মধ্যকার বি๊য়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা তাদের নিজেদের মতো করে নানা ধরনের চর্চা ꦫছড়াচ্ছে। গোপনে বিয়ে-সংসার নিয়েও গুঞ্জন ওঠে।
বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার নীরবতা ভেঙে এ নিয়ে কথা বললেন তমা।
মঙ্গলবার (৪ মার্চ) সোশ্যাল মিডিয়া ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তমা বলেন, আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে তমা মির্জার জন্মদি𒆙ন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নꦍিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।