ফরিদপুরে কাজী মুনসেরাতুল রহমান আলিফ (১৮) নামের এক কলেজাছাত্রকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদা𒊎লত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রা♕য় দেন।
নিহত কাজী মুনসেরাতুল রহমান আলিফ ফরিদপুরের বোয়ালমারী উ♋পজেলার হাস꧃ামনদিয়া এলাকার কাজী জিল্লুর রহমানের ছেলে ও সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম সিফাত𒆙 হোসেন আবির (২৬)। তিনি ফরিদপুর শহরের কুঠিবাড়ী কমলাপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছ꧙িলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরౠিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর কলেজছাত্র কাজী মুনসেরাতুল রহমান আলিফকে ফরিদপুরের সরকারি রাজে𝔍ন্দ্র কলেজে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় আলিফের বাবা কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে🎀র আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এই রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। এ রায়ে আমরা সꦯন্তুষ্ট।”