পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহউইশ হায়াত। প্রায় এক দশক অভিনয় জগত থেকে দূরে থাকার🍌 পর আবার পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী । পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহসান খান এবং অভিনেত্রী হীরা মণির সঙ্গে তিনি একটি নতুন সিরিয়ালে অভিনয় করবেন বলে জানা গেছে। এতে মেহবিশকে একটি জটিল চরিত্রে দেখা যাবে। সিরিয়ালটিতে প্রেম, গোপনীয়তা এবং উত্তেজনার মিশ্রণ থাকবে।
এদিকে মেহউইশ হায়াতের অভিনয়ে ফিরে আসার খবর তার ভক্তদের মধ🙈্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি কꦜরেছে।
সামাজিক যোগাযেไাগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, তিনি পর্দায় অসাধারণ, প্রতিটি চরিত্রে তার সবটুকু দিয়েই অভিনয় করেন। আরেক ভক্ত লিখেছেন, আমার প্রিয়🅠 পর্দার জুটি একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন! আমি খুব উত্তেজিত।
মেহউইশ শেষবার ২০১৬ সালে ‘দিল লাগি’ সিরিয়ালে হুমায়ুন সায়েদের সঙ্গে অভিনয় করেছিলেন। এতে তি💧নি আনমোল চরিত্রে অভিনযꦑ় করেন।
এছাড়াও মেহউইশ বেশ কিছু জনপ্রিয় পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে অন🍰্যতম হলো- নাবিল কুরেশির ‘না মালুম আফরাদ’ এবং নাদিম বেগের ‘পাঞ্জাব নাহি জঙ্গি’, যা তাকে বড় পর্দায় একটি পরিচিত মুখে পরিণত করে।
পাকিস্তানি এই তারকা হলিউডেও অভিনয় করেছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভ🐻ার্স সিরিজ ‘এমএস মার্ভেল’-এর মাধ্যমে তার হ🥃লিউডে অভিষেক হয়।
তামগা-ই-ইমতিয়াজ পুরস্কার বিজয়🤡ী এ অভিনেত্রী সম্প্রতি ভারতীয় র্যাপার ইয়ো ইয়ো হꦡানি সিংয়ের ‘জাট মেহকামা’-এর মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।
তবে এই অভিনেত্রী বলিউডে কাজ করতে চান না। গত বছর জুনে তিনি একটি পডকাস্টে তা𒈔র কারণও জানান।
সেময় মেহউইশ বলেছিলেন, আমি বলিউড থেকে অনেক প𝓀্রস্তাব পেয়েছি, কিন্তু আমি সবগুলোই প্রত্যাখ্যান করেছি। আমার দেশে অসংখ্য সুযোগ রয়েছে।🧔 আমি পাকিস্তানি সিনেমার পুনরুজ্জীবন ও সাফল্যের অংশ হয়েছি এবং পাকিস্তানে আমি অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি।
তিনি আরও বলেন, এত সাফল্য পাওয়ার পরও আমি মনে করি না যে, বলিউডের প্রস্তাব গ্রহণ করা উচিত। আমি পাকিস্তানে কাজ করতে পছন্দ করি এবং এখনকার মানুষ পরিবারের সঙ্গে আমার সিনেমা দেখতে আসে, যা আমার জন্য একটি বড় অর্জন।