আর কিছুদিন পরই মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎস♛ব পবিত্র ঈদুল ফিতর। চারদিকে ঈদ ঈদ আমেজ। এরই মধ্যে শুরু হয়েছে পরিবার-পরিজনদের জন্য কেনাকাটা। পরিবারের সদস্যদের জন্য পছন্দমতো জামা, জুতা, আনুষঙ্গিক কেনা শুরু হয়ে গেছে।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর গাউছিয়া, চাঁদনি চক ও নিউমার☂্কেট ঘুরে দেখো গেছে এলাকায় একসঙ্গে অনেকগুলো মার্কেট আর সব ধরনের পণ্য পাওয়ার সুবিধা থাকায় ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে আসেন কেনাকাটা করতে।
বিশেষত, যে কোনো উৎসব ঘিরে সেখান🦋কার দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকে। প্রতি বছর ঈদের আগেও দেখা যায় এমন চিত্র। 💦ঈদ ঘিরে ভিড় বাড়ে সেখানকার মার্কেটগুলোতে৷ এবারও এর ব্যতিক্রম নয়। বলা চলে, এবার রমজানের শুরু থেকেই এসব মার্কেটে ঈদের কেনাকাটা শুরু হয়েছে।
এছাড়া ছুটির দিন হওয়ায় বেচাকেনা জমে উঠেছে দেশের সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার▨্কেও।
সরেজমিনে দেখা যায়, শপিংমলের মূল ফটক থেকে ক্রেতা সাধারণের লাইন শুরু হয়েছে। ঢাকাস♚হ রাজধানীর আশপাশের এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেছেন ঈদের কেনাকাটা করতে।
সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গ𒅌েছে পোশাকের দোকানগুলোতে। পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন অনেকে। দেশি-বিদেশি সব ব্র্যান্ড একসঙ্গে থাকায় ক্র💖েতার পছন্দের শীর্ষে যমুনা ফিউচার পার্ক। এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে কিনছেন হাল ফ্যাশনের পোশাক।
মিরপুর ১১ থেকে পরিবারের সদস্যদ꧅ের জন্য কেনাকাটা করতে এসেছেন হৃদয় আহমেদ। তিনি বলেন, এবার নতুন নতুন অনেক কালেকশন এসেছ🌠ে। তবে দামটাও একটু বেশি মনে হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, রমজান শুরু হওয়ার পর আজ দ্বিতীয় শুক্রবার। তবে প্রথম শুক🎉্রবার থেকে আজ ক্রেতা সমাগম বেশি। বেচাক♒েনা এখনো সেভাবে জমে ওঠেনি। এছাড়া অনেকে এখনো ঈদের বোনাস পাননি। আর কিছুদিন পর ক্রেতা সমাগম বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
রবিউল নামের এক বিক্রেতা বলেন, “অন্য দিনগুলোর তুলনায় ছুটির দিনে ক্রেতা সমাগম এমনিতেই বাড়ে। বিশেষ করে চাকরিজীবীর🙈া এদিন পুরো পরিবার নিয়ে আসার চেষ্টা করেন। ফলে ছুটির দিনে বিক্রিও বাড়ে।”
যাত্রাবাড়ী থেকে কেনাকাটা করতে নিউমার্কেটে এসেছেন আসা ফাহিমা আক্তার। তিনি বলেন, “প্রতি বছর নিজের পরিবার এবং আত্মীয়স্বজনের জন্য নিউমার্কেট থেকে কেনাকাটা করি৷ কিছুদিন পর ভিড়▨ বেড়ে যাবে। তাই আগেই কেনাকাটা সেরে ফেললাম।”
আরেক ক্রেতা মিনহা💞 তাবাসসুম বলেন, “আগামী সপ্তাহে গ্রামের বাড়ি চলে যাবো। এজন্য কাপড় কিনতে আসা৷ পরিবারের লোকজনের জন্য কিনে নিয়ে যাবো৷ এখানে একসঙ্গে অনেক দোকান থাকায় পছন্দমতো কেনাকাটা করা যায়।”
নিউমার্কেটের ব্যবসায়ী আসিফুল আলম বলেন, “ঈদের আগে প্রতি বছরই আমাদের প্রত্যাশা থাকে অনেক৷ এবছꦗরও প্রত্যাশা আছে। বিক্রিও ভালোই হচ্ছে৷ ক্রেতারা আসতে শুরু করেছেন৷ কয়েকদিন প♛রে ভিড় আরও বাড়বে৷ আশা করছি ভালো বিক্রি করতে পারবো৷”
নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটে꧃র একজন ব্যবসায়ী বলেন, “বিক্রি শুরু হইছে মাত্র। ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রিও বাড়তে থাকবে৷ আশা করছি এবার ভালো বিক্রি হবে৷”