• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০, ১৪ রমজান ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে এএসআই ধরা, অতঃপর…


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:৩০ পিএম
রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে এএসআই ধরা, অতঃপর…

রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘর থেকে সোহেল র꧙ানা নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে꧟ন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক।

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। সোহেল রানা রাজশাহীಌ মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্র🌜িমা থানায় কর্মরত।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের সাতবাড়িয়া মহল্লার এক নারীর ঘর থেকে স্থানীয়রা সোহেল রানা নামের ওই এএসআইকে আটক করে। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে লা🃏ঠিপেটা করা হয়। মারধর করা হয় ও𒁃ই নারীকেও। এর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয়রাཧ ওই নারী এবং এএসআইকে নানাভাবে জেরা করছে। জেরার ফাঁকে ফাঁকে লাঠি দিয়ে পেটানোও হচ্ছে ওই পুলিশ সদস্যকে। ওই নারীকে এ সময় বলতে দেখা যায়, “প্রচুর মেরেছে,𝔍 প্রচুর।” আর এএসআই সোহেল রানাকে বলতে দেখা যায়, “আমি কলমা করে বিয়ে করেছি।”

স্থানীয়দের অভিযোগ, এই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন এএসআই সোহেল রানা। তাকে ঘরে আটকে রেখে থানায়𓆏 খবর দেওয়া হয়। অল্প বয়সী কয়েকজন লাঠি দিয়ে এএসআইকে পেটায়। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে নিয়ে যায়।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি ꧋মতিয়ার রহমান বলেন, “ঘটনাস্থল মতিহার থানা এলাকায়। এএসআই সোহেল রানা মতিহার থানায় আছ🦩ে।”

মতিহার থানার ওসি🥂 আ𝓰বদুল মালেক বলেন, “এএসআই সোহেল রানা থানা হেফাজতে আছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়ায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য কর্তৃপক্ষ এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।”

ওই নারীর সঙ্গে এএসআইয়ের বিয়ে কিংবা বিবাহবহির্ভূত সম্পর্ক চালানোর বিষয়ে ওসি আরও বলেন, “ওই নারীর স্বামী যখন মাদক মামলায় জেলে ছিলেন, তখন এএসআই সোহেল রানা ৩টি অটোরিকশা কেনেন। অটোরিকশাগুলো সোহেল তার পূর্বপরিচিত ওই নারীর তত্ত্বাবধানে রাখেন। ওই নারীর ভাই এবং অন্য চালকেরা অটোরিকশাগুলো চালান। সোহেল রানা মাঝে মাঝে ওই নারীর কাছ থেকে ভা🍎ড়ার টাকা নিয়ে আসতেন। মঙ্গলবার রাতেও তিনি ভাড়ার টাকা আনতে গিয়েছিলেন। তখন ওই নারীর স্বামী স্থানীয় কিছু ব্যক্তিকে নিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন।” আসলেই কী ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান ওসি।

Link copied!
LOGO__jeetbuzz_200x200

JeetBuzz

star star star star star 4.9/

6,000.000+downloads/Free/Bengali/Version2.3.4

50% 2025 IPL Sport Refund

  • 50% Bonus With Evolution Gaming
  • 10.66% Lottery Infinite Cashback
  • Refer to Earn ৳3,00,000 Monthly
bKash bank OK Wallet upay
Get Bonus Now Download for Android