বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বছর ২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে꧃ন ဣভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চ𝓰িত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আবুল কালাম আজ꧅াদ মজুমদার জানান, এই শুভেচ্ছা বার্তার চিঠি কূটনৈতিক চ্যানেলের মাধ💛্যমে এসেছে।
চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, “নতুন✃ বছরের শুভেচ্ছা।”
এর আগে গত ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নে♚ওয়া ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান ভা💙রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছিলেন, “নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক 𝔉মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবে🃏শ ফিরে আসবে।”