সম্প্রতি দেশব্যাপী ধর্ষꦬণসহ যৌন নিপীড়ন বেড়ে গেছে। এসব মোকাবিলায় হটলাইন চালু করতে যাচ্ছে সরকার।
রোববার (৯ মার্𓄧চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য 𓃲জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
🗹আসিꦑফ নজরুল বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আমি জানাচ্ছি যে, রাস্তা-ঘাটে যে যৌন নিপীড়ন হয়, হয়রানি হয় এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে।”
আইন উপদেষ্টা বলেন, “সম্ভবত ২৪ ঘণ্টার মধꦉ্যে (নম্বর) জানিয়ে দেওয়া হবে; রাস্তা-ঘাটে যেকোনো ঘটনা ঘꦿটলে হটলাইনে ২৪ ঘণ্টা টাইম থাকবে অভিযোগ দেওয়ার জন্য। এটা তদারিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে।”
আসিফ নজরুল আরও বলে💃ন, “ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়য়ের🐠ও আলাদা একটা সেল থাকবে, যেখানে অযথা কালক্ষেপণ যেন না করা হয়।”
এসময় স্𒆙বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।