সম্প্রতি পর্দা উঠেছে প্যারিস অলিম্পিক ২০২৪-এর। অলিম্পি♈কের এই আসরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিভারা। হলিউড তারকা লেডি গাগা থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত হন জেন্ডায়া, চার্লিজ থেরনসহ অসংখ্য সেলিব্রিটি। যাদের পরনে ছিল চোখ ধাঁধানো ফ্যাশনেবল পোশাক।
প্যারিস অলিম্পিক ২০২৪ এর শুরুর দিনে বিখ্যাত তারকাদের পরন💙ে পোশাকে নজর আটকে যায় নেটিজেনদের। দেখে মনে হয়েছিল, এ যেন🧜 কোনো ফ্যাশন গালার জমকালো অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে হালকা গোলাপি থম ব্রাউন পোশাকে হাজির হয়েছিলেন আরিয়ানা গ্র্যান্ডে। পাশাপাশি সিনথিয়া এর🌊িভোকে দেখা যায় সব෴ুজরঙা আকর্ষণীয় পোশাকে।
আমেরিকার সোশ্যাল মিডিয়ার অন্যতম বিখ্যাত তারকা এমা চেম্বারলেনকেও দেখা যায় অনুষ্ঠানে। সাদা স্য🍬ুট ও কালো মিনি স্কার্ট পরে অনুষ্ঠানে হাজির ꧒হন তিনি। হাতে ছিল সাদা একটি মিনি হ্যান্ডব্যাগ। আর পায়ে পরনে ছিল কালো রঙের পেন্সিল হিল।
অনুষ্ঠানের অন্যতম আকর্𝓰ষণ ছিল বিখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগা। ফ্যাশনেবল পোশাক নিয়ে বরাবরই তিনি আলোচ꧂নার শীর্ষে থাকেন। এবারও কালো বোল্ড পোশাক উপস্থিত হন অলিম্পিকের অনুষ্ঠানো। কালোরঙের একটি অফ শোল্ডার বডিকন ড্রেস পরেন বিখ্যাত এই সঙ্গীতশিল্পী।
কালোরঙের স্লিভলেস লং বডিকন গাউনে দেখা যায় জেন্ডায়াকেও। লুই বুত্ত্যনের সিকুইনের তৈরি ছিল এ🌼ই পোশাক। হাতে ছিল ছোট পার্সব্যাগ। যা দেখতে বেশ আকর্ষণীয় ছিল।
অলিম্পিকের উদ্বোধনী আসরে উপস্থিত ছিলেন সেরেনা উইলিয়ামস। তার পরনে ছিলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ লাল বডিকন পোশাক আর হাতে ছিল ম্যাচিং লাল পার্স।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল কেলি ক্লার্কসন। তার পরনে ছিল নেভি ব্লু রঙের ফুল হাতার শর্ট ড্রেস। পোশাকের নে🌳কলাইন ও ফ্রন্ট সাইডে ছিল সিল🍸ভার সিকুইনের কাজ।
শর্ট ড্রেসে হাজির হয়েছিলেন শার্লিজ থেরন। সাদা রঙের শর্ট ড্রেসটির বাম কাঁধ থেকে ওড়নার মতো লম্বা কাপ🧜ড় ছিল। হাতে ছিল সোনালি রঙের পার🃏্স।