• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৫:৫৮ পিএম
ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়া🥃র পথে হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে সাত বাংলা🅷দেশি অভিবাসী মারা গেছেন।

মঙ্🏅গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজ♋েনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

শহরের প্রসিকিউটর বিবৃতিতে জানꦅান, কোস্টগার্ডের সদস্যরা ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখেছেন। পরে অভিবাসীদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। 

ইতোমধ্যে তার কার্যালয✃় অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটꦡনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

এছা🅘ড়া ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোরে মার্তেল্লো ওই সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অভিবাসীদের বহনকারী ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিলেন। যাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক।

ཧগত কয়েক মাস ধরে ভূমধ্যস꧟াগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ যাওয়ার প্রবণতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার আশ্রয়প্রার্থী এবং অভিবাসনপ্রত্যাশীর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট ইতালি। 

দেশটির সরকারি তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত ইতালির বিভিন্ন বন্দরে এক হাজার ৭৫১ জন অভিবাসী ♎পৌঁছে🐭ছেন।

সূত্র: রয়টার্স