• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মারা গেছেন ভারতের বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৫:২২ পিএম
মারা গেছেন ভারতের বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি
সীতারাম ইয়েচুরি। ছবি : সংগৃহীত

মারা গেলেন ভারতের প্রবীণ বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭🐭২ বছর।

সীতারাম ইয়েচুরি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিএম) সর্বভারতীয় সাধারণ সম্পাদক🌠 ছিলেন।

আনন্ꦛদবাজার পত্রিকা জানায়, গত ১৯ আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর📖 ইয়েচুরিকে ভর্তি করানো হয়েছিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাকে। সোমবার রাতে অবস্থার অবনতি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

১৯৫২ সালের ১২ আগস্ট ইয়েচুরির জন্ম চেন্নাইয়ে। পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। ১৯৬৯ সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন। সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি। অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সে𒈔ন্ট স্টিফেন্স কলেজ থেকে। তার পর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)।

জেএনইউয়েই ইয়েচুরির বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ। সেখানে পড়াকালীনই সিপিএমের সদস্যপদ গ্রহণ করেন এবং পুরো সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেন। ১৯৭৮ সালে ভারতের ছাত্র ফেডারেশনের (এসএফআই) সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন। ১৯৮৪ সালে এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি। সিপিএমের অন্ধ্রপ্রদেশ রাজ্যℱ কমিটিতে ছিলেন। ১৯৮৫ সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে💮 নির্বাচিত হন। ১৯৯২ সাল থেকে পলিটব্যুরোর সদস্য। ২০১৫ সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে তিনি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন ইয়েচুরি।

Link copied!