যুক্তরাষ্ট্রের শিকাগো, ইলিনয়েস রাজ্যের ওপর দিয়ে শক্তিশালী টর্নেডো বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বুধবার এ ত🎃থ্য জানিয়েছে। 🥂কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আবহাওয়া বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, এ টর্নেডোটি পূর্বদিকে কুক ও ডুপেজ কাউন্টির বিভিন্ন এলাকার দিকে অগ্রসর হচ্ছে। ওই এলাকায় একইসঙ্গে একাধিক টর্নেডোর আঘাত হানার ইতিহাস রয়েছে। যেসব এলাকায় টর্নেডোর আঘাত ▨হানার সতর্কতা জারি করা হয়েছে সেখানকার বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া 🤪হয়েছে।
পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় ও’হারে বিমানবন্দরের কাছে ফানেল ক্লাউড মাঝে মাঝে স্থলকে স্পর্শ করছিল। দুর্যোগপ𒅌ূর্ণ আবহাওয়ার কারণে ও’হারে 🌃ও কাছাকাছি মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের শতশত ফ্লাইট বাতিল করা হয়েছে। শিকাগোর বিমান পরিবহন সূত্র এ কথা জানিয়েছে।
যুক্তর🍨াষ্ট্রের যাত্রী পরিবহনের চতুর্থ ব্যস্ততম বিমান টার্মিনাল ও’হারের বুধবার সন্ধ্যে পর্য💫ন্ত ৩৮১টি ফ্লাইট বাতিল করা হয়। আর মিডওয়ের আরও ৩৫টি ফ্লাইট বাতিল করা হয়।