প্রকাশ হলো শাকিব খান ও ইধিকা পাল জুটির ‘বরবাদ’ সিনেমার প্রথম গান ‘দ্বিধা’। রোমান্টিক ধাঁচের🅷 গানটিতে এই জুটির রসায়ন পছন্দ করছেন দর্শক।
ইনামুল তাহসীনের কথায় প্র🐓ীতম হাসানের কণ্ঠ ও সংগীতে গানটি শুক্👍রবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রকাশ হয়েছে।
‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহে꧃দী হাসান হৃদয়। সিনেমায় আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু।
কিছুদিন আগে বরবাদ সিনেꦆমার টিজার প্রকাশিত হয়েছে, যা দেখে প্রশংসা করেছেন দর্শকরা। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিনেমাটি।