তানজিন তিশা। ছোট পর্দার জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফে🌸সবুকে বেশ সক্রিয় । সম্প্রতি তিনি তার বাবাকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’
তার এই পোস্টের মন্তব্যের ঘরে সমবেদনা জানিয়েছেন নেটিজেনরা।
মিতু নামের একজন লিখেছেন, ‘যার বাবা নাই তার কতটা আক্ষেপ, সে শুধু সেই বোঝে।। বাবা বলে ড𝐆াকতে না পারাটা কতটা কষ💯্টের।
তাসনিম ফারহানা নামের আরেকজন লিখেন, ‘আমার আব্বুও আমাকে বাবু বলে ডাকে।
আল্লাহ্ আপনার বাবা কে জান্নাতুল ফেরদৌস দ𓂃ান করুক এবং সকল বাবাকে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুক।’
পাপ্পু নামের 🥃একজন লিখেছেন, ‘আল্লাহ প♓ৃথিবীর সকল মৃত বাবাকে জান্নাতবাসী করুক।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও ম💙ডেল তানজিন তিশার বাবা আবুল কাশেম মুন্সি ২০২২ সাল🔥ের ১২ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।