• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০, ১০ রমজান ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কনাকে নিয়ে আসিফের ‘ভীষণরকম ভালোবাসি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৩:২৮ পিএম
কনাকে নিয়ে আসিফের ‘ভীষণরকম ভালোবাসি’
দিলশাদ নাহার কনা ও আসিফ আকবর। ছবি: ফেসবুক থেকে

রায়হান রাফির তুফান সিনেমার ‘দুষ্টু কোকিল’ গেয়ে দর্শক মাত করেছ♏েন দিলশাদ নাহার কনা। সেই কনাকে নিয়ে এবার নতুন হান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আ𝔉কবর। গানের শিরোনাম ‘ভীষণরকম ভালোবাসি’।

নতুন গানের বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিয়েই। রোববার (২৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘বাংলাদেশে যে কোনো ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সবকিছু চলে— শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকি না, অপেক্ষা করি ভালো সময়ে কখন কাজ করতে পারব! শিল্প সংস্কৃতির মানুষ এ দেশে অনেকটা কলাগাছের ভেলার মতো, রাষ্ট্রীয় বা স꧅ামাজিক নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই।’

এই শিল্পী আরো বলেন, “জুলাই বিপ্লবের আগে ও পরে তিন মাস কেটে গেল। এখনো প্রাণ ফেরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সঙ্গে অনেক দিন পর গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গ🐽ানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই। সংগীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস।”

আসিফ আকবর বলেন, “ভীষণরকম ভালোবাসি, টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই, রিজভী ভাইয়ের প্রথম রসায়ন; সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গান♏টিকে প্রাণ দিয়েছে। গানটি আমারও ভালো লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি, জুলাই বিপ্লবের আলোয় আলোকি🌺ত হোক সংগীতাঙ্গন। ভালোবাসা অবিরাম।”

Link copied!