সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত🐷 ও আহত হয়েছে অন্ত✨ত ৩০ জন।
সোমবার (১০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মহেষখলায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী (৬৫) উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের 🦹হোসেনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
আহত ব্যক্তিদের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মন𒁏সিংহ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা🎐 গেছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলি এলাকা থেকে প্রতিদিন বালু ও পাথর পরিবহন করে শত শত ট্রাক। মধ্যনগর উপজেলার মহেষখলা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায় ট্রাকগুলো।
এসব বালু ও পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করꦓে দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন বিএন🦋পির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের কর্মী সমর্থকদের মধ্যে গত দুই তিন মাস ধরেই বিরোধ চলে আসছিল।
সোমবার সন্ধ্যায় বিরোধ সমাধানের জন্য মহেষখলা বাজারে দুই পক্ষ বসলে উত্তেজনা দেখা দেয়। এসময় দুপক্ষই ইট পাটকেল ছুড়তে ꦜথাকে। সংঘর্ষ চলাকাল🧸ে বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
আবারও সংঘর্ষের আশঙ্কা🤡য় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, ট্রাক থেকে চাঁদা আদায়কে কেনಌ্দ্র করেই দুই পক্ষ সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।