গ্র্যান্ডমাস্টারকে হারালেন ১০ বছরের নীলাভা 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:৫১ পিএম
ছবিঃ সংগৃহীত

দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার ও ২০ বারের জাতীয় দাবা চ্যাম্পিয়ন রানী হামিদকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন ১০ বছর বয়সী নীলাভা। শনিবার (১৮ সেপ্🅠টেম্বর) জাতীয় মহিলা দাবা লীগে অভিষেক হয়েছিল রুপালি ব𝐆্যাংকের নীলাভার। এবারের দাবায় সর্বকনিষ্ঠ খেলোয়াড ছিলেন নীলাভা চৌধুরী। 

এবারের দাবা প্রতিযোগিতায় 🅺রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে খেলছিলেন নীলাভা চৌধুরী। আর ত♔ার প্রতিপক্ষ ছিল সবচেয়ে বয়স্ক ৭৫ বছর বয়সী রানী হামিদ। যিনি বাংলাদেশ পুলিশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন। 

সর্বশেষ চার ম্যাচের মধ্য🦩ে এই ম্যাচেই হারলেন রানী। ম্যাচে হারার পরেও💃 নীলাভার প্রশংসা করেছেন রানী। 

রানী🌳 বলেন, &༒quot; খেলায় আমি একটি বড় ভুল করেছি। একটা মেয়ে আমাকে হারিয়ে দিয়েছে। আসলে, আমি প্রথম থেকেই জেতার অবস্থানে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত একটি বড় ভুল করেছি। আমি তাকে হালকাভাবে নিয়েছি এবং এর জন্য মূল্য দিয়েছি। কিন্তু সে অসাধারণ খেলেছে। আমি তার মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি।"

নীলাভার দাবায় হাতেখড়ি হয় তার বাবা সলিল চৌধুরীর মাধ্যমে। যিনি নিজেও দাবা খেলেন। নীলাভার বড় ভাই স্বর্ণভো চৌধুরীর জাত𒊎ীয় বয়স-স্তরের দাবা দলে খেলছেন।

আরও সংবাদ