বৃহস্পতিবার মেলবোর্নে বক্সিং ডে ক্রিকেট টেস্টে প্রথম দিনের খেলা শেষে ভারতের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১১ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়। মেলবোর্ন টেসে অস্ট্রেলিয়ার স🐈্যাম কনস্টাস মাত্র ৬৫ বলে অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৬০ রান করেন সেই সঙ্গে এই ফরম্যাটে অভিষেক করলেন আলোচিত ব্যাটার কনস্টাস।
এছাড়া, উসমান খাজা ৫৭꧅, লাবুশেন ৭২ ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ অপরাজিত ৬৮ রান করেন।
মাত্র ১৯ বছর বয়সে টেস্টে অভিষেক করে নতুন ইতিহ🌼াস গড়েন কনস্টাস। মজার বিষয়, কনস্টাসের ব্যক্তিগত কোচ একজন বাংলাদেশি। আর তিনি ২০১৭ সালে প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছিলেন। তার নাম তাহমিদ ইসলাম💯।
তাহমিদ ও অজি সাবেক তা𓃲রকা শেন ওয়াটসনের কাছেই ক্রিকেটে হাতেখড়ি কনস্টাসের। যে কথা গর্বের সঙ্গে বললেন তাহমি🐟দ। হাফ সেঞ্চুরি দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করায় কনস্টাসের ব্যাপারে সকলের আগ্রহ তৈরি হয়। আর সেটা খুঁজতে গিয়েই বাংলাদেশের বিষয়টি সামনে চলে আসে।