পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বোলারদের দখলে প্রথম দিন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৯:৫৮ পিএম
উইকেট লাভের পর পিটারসনকে ঘিরে দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের উল্লাস। ছবি: সংগৃহীত

পাকিস্তানের এবারের দক্ষিণ আফ্রিকা সফর শুরুটা হয় টি-টোয়েন্টি সিরিজে ০-২ ব্যবধানে পরাজিত হয়ে। এরপর ওয়ানডে সিরিজে সাবেক বিশ্বౠকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে🦄 দক্ষিণ আফ্রিকাকে। 

বৃহস্পতিবার শুরু হয়েছে টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল বোলারদের দখলে। টস হারা পাকিস্তা꧙ন প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয়ে যায়। 

দলের হয়ে কামরান গুলাম ৫৪ রান করেন। 

প্রোটিয়া বোলারদের মধ্যে পিটারসন ৫টি ও গরবিন বোস ৪টি 🃏উইকেট লাভ করেন। ;

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম🦄 দিনের খেলাশেষে ৩ উইকেট হারিয়ে ৮২ রান করে। স্বাগতিকরা এখনো ১২৯ রানে পিছিয়ে আছে। 

দলের পক্ষে এইডেনℱ মার্করাম ৪৭ রানে অপরাজিত আছেন। 

পাকিস্তানের খুররম শাহজাদা ২টি উইকেট লাভ করেন।