মেলবোর্ন টেস্ট

অজিদের বিপক্ষে ৩১০ রানে পিছিয়ে ভারত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৩:১২ পিএম
উইকেট লাভের পর বোল্যান্ডকে ঘিরে অজিদের উল্লাস। ছবি: সংগৃহীত

স্টিভেন স্মিথের দারুণ এক সেঞ্চুরি এবং তিন ব্যাটারের হাফ সেঞ্চুরির সুব🌜াদে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে জসওয়ালের ৮২ রানের পরও ভারত তাদের প্রথম ইনিংসে স্কোর বড় করতে পারেনি। শুক্রবার দ্বিতীয় দিনের খেলাশেষে ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ১৬৪ রান। এখনো ভারত ৩১০ রানে পিছিয়ে আছে। 

ভারতের পক্ষে বিরাট কোহলি ৩৬ রান করেন। 

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও বোল্যান্ড ২টি করে উইকেট লাভ কর💖েন। 

মেলবোর্নে এই চতুর্থ টেস্টে  যারা জয়ী হবে তারা এগিয়ে যাবে ২-১ ব্যবধানে এবং তাদের আর সিরিজ হারানোর আশঙ্কা থাক🤡✅বে না। কারন পার্থে প্রথম টেস্টে ভারত ২৯৫ রানে জয়ী হয় এবং অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়লাভ করে। আর ব্রিসবানে তৃতীয় টেস্ট ড্র হয় বৃষ্টির কারণে। 

সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।