১৯৫৫ সালে নামকরণ, ৭০ বছর  পর বদলে যাচ্ছে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৬:০৫ পিএম
রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু। ছবি: সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যু। স্পেনের ঐতিহ্🍌যবাহী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের টুকিটাকি খোঁজ-খবর যারা রাখেন, প্রায় সবাই এক নামে চেনার কথা আইকনিক এই স্টেডিয়ামট💫ি। লস ব্লাঙ্কোসদের ঘরের মাঠ।

কত গল্প, উত্থান পতনের স্বাক্ষী এই মাജঠ। গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের সমার্থক হয়ে থাকা এই নামটিই এবার বদলে যাচ্ছে। সান্তিয়াগো বার্নাব্যু থেকে স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে দ্য বার্নাব্যু। স্পেনের সংবাদ মাধ্যম মার্কা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ব্যবসার খাতিরে এমনটা করতে যাচ্ছে ক্লাবটি।

৮৫ হাজার ধারণক্ষমতার স্পেনের দ্বিতীয় বৃহত্তম ও ইউরোপের তৃতীয় বৃহত্তম এই স্টেডিয়ামটি✱ উদ্বোধন করা হয়েছিল ১৯৪৭ সালে। ক্লাবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট বার্নাব্যুর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয় ১৯৫৫ সালে। সে হিসেবে ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের ঐতিহাসিক মাঠের নাম বদলে যাচ্ছে। এক সময় রিয়ালে খেলেছেন বার্নাব্যু, অধিনায়কও ছিলেন। খেলা ছাড়ার পর পরিচালক হিসেবে যোগ দেন। এরপর দায়িত্ব নেন প্রেসিডেন্টের। খেলুড়ে ক্যারিয়ার ছাপিয়ে ক্রীড়া সংগঠক হিসেবেই অমর হয়ে থাকবেন তিনি।

প্রায় ৩৫ বছর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন বার্নাব꧃্যু। তার সময়ে রিয়াল মাদ্রিদ ৬টি ইউরোপিয়ান কাপ, ১৬টি লা লিগা, ৬টি স্প্যানিশ কাপসহ নানা শিরোপা জেতে। ১৯৫৮ সালে বিমাꦍন দুর্ঘটনার কবলে পড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডকেও নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন তিনি।