সাকিব আল হাসানের যে অবস্থা, মাশরাফি বিন মুর্তজারও ঠিক সেই অবস্থা। শুধুমাত্র আওয়ামী লীগের ౠসংসদ সদস্য ছিলেন বলে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না। তিনি আসন্ন বিপিএলেও হয়তো খেলতে পারবেন না।
মাশরাফি সিলেট দলের খেল🍃োয়াড়। কিন্তু তার বিপিএলে অংশগ্রহণ অনিশ্চিত। অথচ, ৩💟০ ডিসেম্বর মাঠে গড়াবে জমজমাট টি-টোয়েন্টি আসর বিপিএল।
সিলেট দলের কোচ মাহমুদ ইমন বলেছেন, ‘মাশরাফি তো ♋আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে তার অংশগ্রহণ নির্ভর করছে মাশরাফির নি🐷জের ও বিসিবির সিদ্ধান্তের ওপর। আমার যে দায়িত্ব তা হলো, মাশরাফির ফিটনেস পর্যবেক্ষণ করা ও বোলিংয়ের ফাঁক- ফোকর শুধরে দেওয়া।’
মাশরাফি বাংলাদেশের ইতিহ🐽াসের অন্যতম সেরা সফল অধিনায়ক ও অন্যতম দেশসেরা পেসার। ছাত্র আন্দোলনের সময় নিরব থাকায় মাশরাফি ও সাকিব পড়েন বিপাকে। ক্ষুব্ধ জনতা মাশরাফির নড়াইলের বাড়ি জ্বালিয়ে দেয় ভাঙচু꧂র করে। সাকিব তো দেশেই আসতে পারছেন না।
এই দুই তারকা ছাড়া এবারের বিপিএল কꦬতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে সংশয় রয়েছে।