চার ব্যাটারের হাফ সেঞ্চুরির সুবাদে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে 🦩প্রথম দিনের খেলাশেষে ভারতের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১১ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়।
এই চতুর্থ টেস্টে যারা জয়ী হবে তারা এগিয়ে যাবে ২-১ ব্যবধানে এবং তাদের আর সিরিজ হারানোর আশঙ্কা থাকবে না। কারন পার্থে প্রথম টেস্টে ভারত ২৯৫ রানে জয়ী হয় এবং অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়লাভ করে। আর ব্রিসবানে তৃতীয় টেস্ট ড্র হয় বৃষ্টির কারণ♈ে। সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।
বৃহস্পতিবার মেলবোর্ন টেস্টে টসজয়ী অস্ট্রেলিয়ার স্যাম কন্সটাস ৬০ রাꦺন করে এই ✅ফরম্যাটে অভিষেক করলেন। এছাড়া, উসমান খাজা ৫৭, লাবুশেন ৭২ ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ অপরাজিত ৬৮ রান করেন। তার সঙ্গে ৮ রানে অপরাজিত আছেন প্যাট কামিন্স।
ভারতের যশপ্রীত বুমরাহ ৩টি উইকেট লাভ করেন।