যেখানে মেসি-নেইমার সমানে সমান 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৪:০৪ পিএম

কাতালান ক্লাব বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিসꩲে। নিজে বেতন কমাতে চাইলেও তাদের সর্বকালের সেরা খেলোয়াডকে ধরে রাখতে পারেনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ফলে অন্য ক্লাবের জার্সি গায়েই দেখতে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। মেসি এই ক্লাবে পেয়েছেন সাবেক ক্লাব সতীর্থ ও বন্ধু নেইমার জুনিয়রকে। প্যারিসের ক্লাবটিতে বেতনের হিসেবে সমান সমান বেꦕতন পাচ্ছে মেসি ও নেইমার। 

এই গ🍨্রীষ্মেই পিএসজিতে এসেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি। এরই মধ্যে ক্লাবের হয়ে খেলে ফেলেছেন কয়েক ম্যাচ। এদিকে কয়েক মৌসুম ধরেই পিএসজিতে খেলছেন নেইমার। ত🍸ার বেতনের কথা সবার জানা হলেও মেসির বেতনের পরিমাণ জানত না কেউ। 

এবার দলে যোগদানের প্রায় এক মাস বেতনের অঙ্ক সামনে নিয়ে আসেন কাতার মালিকানাধীন ক্লাবটি। প্যারিসের💎 ক্লাবটির হয়ে বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি, যা ব্রাজিলিয়ান নেইমার পেয়ে আসছেন কয়েক বছর ধরেই। 

যদি তিন বছরে প্যারিসের ক্লাবের সঙ্গဣে থাকেন তাহলে প্রায় ১১০ মিলিয়🤪ন ইউরো বেতন পাবেন মেসি। 

পিএসজির আক্ꦉরমণভাগের আরেক তারকা খেলোয়াড𓄧 কিলিয়ান এমবাপ্পের বার্ষিক বেতন ১২ মিলিয়ন ইউরো।

আরও সংবাদ