অতীত ভুলে সামনে আগাতে চান তাসকিন 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:১৩ পিএম

২০১৫ বিশ্বকাপে দেশকে এনে দিয়েছিলেন আনন্দের উপলক্ষ। ঠিক এর পরের বছরই বিশ❀্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের কারণে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেননি। এবার দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। সেখা𝓀নে ভালো করার আশা করছেন তাসকিন আহমেদ। 

অতীতে যা করেছেন তা ভুলে এগুতে চান সামনের দিকে। 🅘টাইগারদের স্পিড স্টার তাসকিন বলেন, ‘সত্যি কথা বলতে দুইটা স্মৃতিই বেশ আলাদা। অতীত ভুলে বর্তমানেই নজর দিতে চাই। আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি।’

বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি এবার। আমি খুব রোমাঞ্চিত যে খেলতে🌞 পারবো, ইনশা আল্লাহ, আল্লাহ যদি নেয়।’

ভালো কিছু করে ম্যাচ জেতাতে চান তাসকিন। বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, কারণ ওমানে এর আগে আমার কখনো খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্ট গুলো হয়েছে আমি এখন পর্যন্ত ম্যাচ খেলিনি। ইনশা আল্লাহ আমার জন্য ওমান ও দুবাইতে খেলাটা একদম নতুন কিছু হবে, যদি সুযোগ হয়। আমি রোমাঞ্🀅চিত, একই সময়ে আমি চাই ভালো কিছু উ𝕴পহার দিয়ে ম্যাচ জেতানোর।’ 

আগামী ৩ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। সেখানে কয়েকদিনের ক্যাম্প শেষে দুবাইতে💦 ৩ টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১৭ অক্টোবর ওমানে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।

বাছাই পর্বের বাকি দুই ম্যাচও অনুষ্ঠিত হবে ওমানে। বাছাই পর্ব উতরাতে পারলে মূল পর্বের সুপার টুয়েলভস খেলতে সং𝕴যুক্ত আরব আমিরাতের উদ্দেশে আবারও উড়াল দিবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আরও সংবাদ