চেন্নাই টেস্ট

রোহিত-কোহলিদের ফিরিয়েও চাপে বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৫:৫৩ পিএম

চেন্নাই টেস্টে ভারত বড় রানের ব্যবধানে জয়ের আশায় বাংলাদেশকে ফলোঅনে পাঠায়নি। নিজেরাই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে। তবে বাংলাদেশের ক্ষুরধার বোলিং যা ভারতের প্রথম ๊ইন💃িংসের শুরুতে দেখা গিয়েছিল, সেটা পুনরায় চোখে পড়ে। দুই ওপেনারসহ তিন উইকেট হারিয়ে ফেলে ভারত ৬৭ রানের মধ্যে। দিনশেষে ৩ উইকেটে ৮১ রান করে স্বাগতিকরা। 

প্রথম ইনিংস𝕴ে ২২৭ রানে এগিয়ে থাকায় সবমিলে বড় ব্যবধানেই এগিয়ে রইলো ভারত। শনিবার তৃতীয় দিন ভা𒐪রত পুনরায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ৩০৮ রানে এগিয়ে থেকে। 

এর আগে ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশꦇ প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হয়। দলের হয়ে সাকিব আল হাসান ৩২, মেহেদি হাসান মিরাজ ২৭, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২২ রান করেন। ভারতের⛄ যশপ্রীত বুমরাহ ৪টি উইকেট লাভ করেন। 

সফরে বাংলাদেশ মোট 🉐দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।