বাংলাদেশের জয়ে পাকিস্তানের অবদান দেখছেন রমিজ রাজা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০২:০০ পিএম
রমিজ রাজা। ছবি: সংগৃহীত

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ। সেই টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানকে এবার ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেটিও আবার পাকিস্তানের মাটিতে। শান মাসুদ-বাবর আজমদের এমন বিপর্যয় মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও। নিজেদের ভরাডুবিতে হতাশ হলেও বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন পিসিবি প্রধান। বাংলাদেশের জয়ে পাকিস্তানে👍রও অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন 💧নাকভি বলেন, ‍‍“বাংলাদেশ ক্রিকেট দল দারুণ খেলেছে, পুরো ম্যাচেই নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এটি একটি ঐতিহাসিক জয়। তাদের আন্তরিক অভিনন্দন।ꦏ‍‍”

পাকিস্তানের ব্যর্থতা নিয়ে বলেন, ‍‍“দুর্ভাগ্যজনকভা𓄧বে পাকিস্তান ক্রিকেট দল যতটা ভালো পারফর্ম করা উচিত ছিল, ততটা করতে পারেনি। ইনশাআল্লাহ সবুজ জার্সিধারীরা সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবে।‍‍”

এদিকে, বাংলাদেশের এমন সাফল্যে পাকিস্তানেরও অবদান দেখছেন সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। বলেন, ‍‍“বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে। তাদের মোবারকবাদ। কিন্তু এই জয়ে পাকিস্তানও অনেক অবদান রেখেছে। পাকিস্তানের দল নির্বাচন খারাপ, স🌃্পিনার সংকট, আত্মবিশ্বাসের সংকট, ব্যাটিংও ভালো করেনি, ম্যাচ 🧔হাতের মুঠোয় থাকবে ভেবে আগেই ডিক্লেয়ার করে দেওয়া—এসব। টেস্ট ক্রিকেট যেমন হাসায়, তেমন কাঁদায়ও।‍‍”

উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হা🗹রিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।