দুই কারণে হার, ব্যাখ্যা পাকিস্তান অধিনায়কের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৬:১০ পিএম
শান মাসুদ। ছবি : সংগৃহীত

পাকিস্তানেꦇর শান মাসুদ। প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসাবে টেস্টে বাংলাদেশের কাছে হারতে হয়েছে তাকে। বাংলাদেশ ১০ উইকেটে পাকিস༒্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে।

ম্যাচ শেষে হারের কারণ খুঁজতে ব্যস্ত মাসুদ। সংবাদ সম্মেলনে মাসুদ ꦏজানিয়েছেন, দু’টি কারণে হারতে হয়েছে তাদের।

অধিনায়ক বলেꦗন, ‘অজুহাত দেওয়ার কোনও জায়গা নেই। তবে দুটো কথা মাথা💖য় আসছে। এই পিচে চার জন পেসার নিয়ে নামা উচিত হয়নি। আমরা পিচ বুঝতে পারিনি। টেস্টের আগে ৮-৯ দিন বৃষ্টি হয়েছিল। ভেবেছিলাম পিচ থেকে পেসাররা সাহায্য পাবে। কিন্তু উল্টো হয়েছে। পিচ থেকে পেসাররা কোনও সাহায্য পায়নি। একজন বেশি স্পিনার খেলালে হয়তো ভাল হত।’

তিনি বলেন, ‘তাছাড়া,🃏 প্রথম ইনিংসে ডিক্লেয়ার দেওয়াও উচিত হয়নি। ভেবেছিলাম, তাড়াতাড়ি ইনিংস শেষ করলে হয়তো ম্যাচেꦍর ফয়সালা হবে। কিন্তু পঞ্চম দিন পিচ এই রকম হয়ে যাবে ধরতে পারিনি।’

চাপের মুখে ব্যাটাররা ভুল করেছেন বলে স্বীকার করে নিয়েছেন অধিনায়ক। এই হারের শিক্ষা আগামী দিনে কাজে লাগাতে চান তিনি। মাসুদ বলেন, ‘আমরা ড্রয়ের জন্য খেলিনি। চেয়েছিলাম দ্বিতীয় ইনিংসেও ভাল খেলতে। কিন্তু চাপের মুখে ব্যাটাররা ব্যর্থ হয়েছে। এই ম্যাচে যে ভুলগুলো করেছি, তা পরেꩵর ম্যাচে করতে চাই না। এই হার থ﷽েকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই।’