রাওয়ালপিন্ডি টেস্ট

ঐতিহাসিক জয়ে অবদান, কার কার নাম বললেন শান্ত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৬:২৪ পিএম
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্💯ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মিরাজ-সাকিব সহ বাংলাদেশের বোলাররা রীতিমতো গলা চেপে ধরতে পেরেছিলো পাকিস্তানকে। ফলে বেশি করতে পারেনি স্বাগতিক পাকিস্তান দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের লক্ষ্য পূরণ করে ♈টাইগাররা।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আনন্দ ধরে রাখতে পারছেন না। ম্যাচ শেষে শান্ত বলেন, ‘নিজেদের উপর বিশ্বাস 🌟ছিল। শেষ ১০-১৫ দিন ভাল প্রস্তুতওি করেছি। সেটাই কাজে লেগেছে।’

এই জয়ের কৃতিত্ব বিশেষ কাউকে নয়, গোটা দলকে দিচ্ছেন শান্ত। তারপরও কয়েকজনের অবদান সম্পর্কে তিনি বলেন, ‘সাদমান প্রথম ইনিংসে ভাল ব্যাট করেছে। ব্যাটে-বলে ভাল খেলেছে মেহেদি। আর মুশফিকুরের কথা আর কী বলব? ও নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। সাকিবও নিজের কাজ করেছে। এই জয়ের ক♍ৃতিত্ব আমি আলাদা করে কাউকে দেব না। দলের সকলে মিলে ভাল খেলেছে বলেই জিতেছি আমরা।’

রোববার দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রান। যা বাংলাদেশ ৬.৩ ওভারে ১০ উইকেট হাতে রেখে তোলে। এর আগে, পাকিস্তানের প্রথম ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ। লিড দাঁড়িয়েছিলো ১১৭ রানের। এই লিডই বাংলাদেশকে জয় এনে দিতে বিশাল সহায়তা 🗹করেছে।