শান্তর জন্মদিন নিয়ে টেস্ট জয়ের আগের রাতে স্ত্রী যা বলেছিলেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৫:৩৯ পিএম
নাজমুল হোসেন শান্ত ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় ইনিংসে প🐬াকিস্তান ১৪৬ রানে অলআউট হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান।

যা বাংলাদেশ ৬.৩ ওভারে ১০ উইকেট হাতে রেখে তোলে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আজ রোববার জনꦉ্মদিন। ২৬ বছরে পা দিলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করেন শান্ত। টেস্ট জয়ের পর জন্মদিন নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘জয়ের জন্য আলহামদুল🍎িল্লাহ। (𓄧জন্মদিনে) জয়টা বিশেষ। গতরাতে আমার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। তখন বলেছিল, কাল (রোববার) জিততে পারলে দিনটা ভালো কাটবে।’

পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানের বড় সংগ্রহ স্কোরবোর্ড⛦ে তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ৫৬৫ রানের বিশাল সংগ্রহ ছিল বাংলাদেশের। লিড দাঁড়িয়েছিলো ১১৭ রানের। এই লিডই বাংলাদেশকে জয় এনে দিতে বিশাল সহায়তা করেছে।

দ্বিতীয় ইনিংসে মিরাজ-সাকিব সহ বাংলাদেশের বোলাꦛররা রীতিমতো গলা চেপে ধরতে পেরেছিলো পাকিস্তানকে।  ফলে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিক পাকিস্তান দল। পাকিস্তা൲নের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের লক্ষ্য পূরণ করে টাইগাররা।