সেঞ্চুরি করে সাকিবদের কাতারে রশিদ খান 

ফারজানা ববি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৮:১০ পিএম

সাকিব মালিঙ্গাদের কাতারে পৌঁছলেন আফগান স্পিনার রশিদ খান। টি-টꦚোয়েন্টি ফরম্যাটে পুরুষদের ১০০ উইকেট পাওয়া বোলারদের ক্লাবে নিজের নাম লেখালেন আফগানিস্তানের স্পিন বিস্ময়।

শুক্রবার (২৯ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করে 🍬তিনি। 

যদিও পাকদের কাছে আফগানরা হেরে যায় তবে রশিদের জন্য আনন্দের সংবাদই বটে। কারণﷺ টিম সাউদি, সাকিব আল হাসান ও লাসিথ মালিঙ্গার পর রশিদই চতুর্থ ব্যক্তি যিনি এই মাইলফলক স্পর্শ করলে✨ন।

রশিদ খানের অভিষেক ঘটে ২০১৫ সালে এবং তিনি দ্রুততম সময়ের মধ্যে এই সম্মান অর্জন করেন। ছয় বছরে মাত্র ৫৩টি ট🍎ি-টোয়েন্টি ম্যাচ খেলে এই সাফল্য পেয়েছেন তিনি। 

মালিঙ্গাক﷽ে খেলতে হয়েছে ৭৬টি ম্যাচ এবং সাকিব ও টিম সাউদি উভয়ে ১০০ উইকেট পেতে খেলেছেন ৮৪ ম্যাচ।

অবশ্য টি-টোয়েন্টꦺি ফরম্যাটের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিবই❀। তার ঝুলিতে ১১৭ উইকেট। টি-টোয়েন্টিতে আফগানিস্তান যে পরিমাণ ম্যাচ খেলে তাতে সাকিবকে ছাড়িয়েও যেতে পারেন তিনি। 

আরও সংবাদ