কোহলির সমালোচনায় গাভাস্কার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৪:৩৫ পিএম
বিরাট কোহলি ও সুনীল গাভাস্কার। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, একাধিক রেকর্ডের মালিক বিরাট কোহলির দিন এখন ভালো যাচ্ছে না। তার ব্যাটে রান আসছে না। সেই কোহলি আবার একই কায়দায় আউট হলেন ব্রিসবাജন টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে।

অ্যাডিলেডের পর ব্রিসবানের গাব্বাতেও প্রথম ইনিংসে সমস্যায় পড়েন রোহিতরা। প্র💎থমে ব্যাট করে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। যার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য নাম কোহলি।

পার্থের দ্বিতীয় ইনিংসে শতক করার পর আর রানই করতে পারছেন না তিনি। শুধু অজি সফর নয়, বিগত ৫ বছরে কোহলির পরিসংখ্যান ভালো নয়। তার যে চতুর্থ এবং পঞ্চম স্টাম্পের বল খেলতে সমস্যা রয়েছে তা এখন কারোর অজানা নয়। প্রতি ম্যাচে বোলাররা সেই একই জায়গায় টার্গেট করে সফল হচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল কোহলি তার দুর্বলতা কিছুতেই কাটিয়ে൲ উঠতে পারছেন না।

গাব্বাতেও অনেকটা একই কায়𓃲দায় আউট হয়েছেন তিনি। হেজেলউডের উইকেটের অনেক বাইরের বল খেলতে যান বিরাট। বল ব্যাটে স্পর্শ করে সোজা চলে যায় উইকেটকিপারের হাতে।  আর এরপরই তাকে নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কার। ভারতের যে কোনো খারাপ বিষয় নিয়ে মন্তব্য করে থাকেন গাভাস্কার। এবার তার নজরে কোহলি।

তিনি জানান, বিরাটের সপ্তম-অষ্টম স্টাম্পের বল খেলার কোনও প্রয়োজনই নেই।  গাভাস্কার বলেন, ‘এটা যদি চতুর্থ স্টাম্পের বল হতো তাও নয় বুঝতাম। এটᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚা অনেক ওয়াইড ছিল, সপ্তম অথবা অষ𝐆্টম স্টাম্পে। এই ধরণের বল খেলার কোনও দরকারই ছিল না।’ তিনি মনে করছেন বিরাটকে আরও ধৈর্য্য দেখানো উচিত ছিল।

গাভাস্কার বলেন, ‘সে খুবই হতাশ করেছে। ও নিজেও হতাশ হবে। রিশভ পান্ত ব্যাট করতে আসার আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, মাঠ ঢাকা হয় যেই কারণে। কোহল💫ি যদি একটু ধৈর্য দেখাতো তাহলে কেএল রাহুলের সঙ্গে সেও নট আউট থেকে প্যাভিলিয়নে ফিরত।’

উল্লেখ্ꦗয, চতুর্থ-পঞ্চম স্টাম্পের বলে কোহলির সমস্যা নতুন কিছু নয়, সেখানেই লাগাতার বল করে সফল হনౠ বোল্যান্ড।