বিজয় দিবস প্রীতি ক্রিকেট

রফিকের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ জয় জুয়েল একাদশের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:৫৫ পিএম
ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা স্মরণ করছেন শহীদ মুক্তিযোদ্ধাদের। ছবি : সংগৃহীত

একাত্তরে শহীদ হওয়া দুই ক্রিকেট তারকার নামে দল গঠন হয় প্রতিꩵ বছরের ১৬ ডিসেম্বর। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশের হয়ে সাবেক তারকারা একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন। এর মধ্য দিয়ে ক্রিকেট বোর্ড দ🧸েশের মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মরণ করে থাকে।

ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ রফিক। ছবি: সংগৃহীত

সোমবার মহান বিজয় দিবস উপলক𒈔্ষ্যে আয়োজিত এবারের প্রীতি ম্যাচে সহজ জয় পেয়েছে জুয়েল একাদশ। দেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের ঝোড়ো ৫৮ রানের সুবাদে ৯ উইকেটে জিতেছে খালেদ মাসুদ পাইলটের দলটি। ম্যাচে আগে ব্যাট করা মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন মুশতাক একাদশ নির্ধারিত 🐠১৫ ওভারে ১২৯ রান সংগ্রহ করেছিল।

স্বীকৃত স্পিনার হলেও রফিক আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেও কব্জির জোরে বাউন্ডারি হাঁকানোর নজির দেখিয়েছেন। মুশতাক একাদশের দেওয়া লক্ষ্য তাড়ায় ও🅷পেনিংয়ে নেমেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১৬১.১১ স্ট্রাইকরেটে মাত্র ৩৬ বলে খেললেন ৫৮ রানের ইনিংস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে র🔴ফিক ও এহসানুল হক মিলে শতরানের জুটি গড়ে জুয়েল একাদশের জয়ের ভিত গড়ে দেন। রফিক ৬টি চার ও ২টি ছক্কায় ফিফটি হাঁকিয়ে ফিরলেও, দলের জয় নিশ্চিত করে এহসান অপরাজিত ছিলেন ৪৩ রানে। আরেক অপরাজিত ব্যাটার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান শাহরিয়ার নাফিস করেন ১৬ রান। ফলে ৪ বল হাতে রেখেই জুয়েল একাদশের জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে নান্নুর দলকে মেহরাব হোসেন অপি ও হান্নান সরকার ভালো শুরু এনে দেন। ওপেনিং জুটিতে ৫০ রান হওয়ার আগেই অপি ১৪ রানে ফেরেন ফয়সাল হোসেন ডিকেন্সের বলে। আরে🎀ক ওপেনার ও বিসিবির সহকারী নির্বাচক হ♛ান্নান সরকার আউট হয়েছেন ২৫ রানে। পরবর্তীতে মিনহাজুল আবেদিন নান্নু ১২, রাজ্জাক ১৫, হাসানুজ্জামান ১৯, মুশফিকুর ১০ এবং হাসিবুল হাসান শান্ত ১২ রান করেছেন।

জুয়েল একাদশের♛ হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তালহা জুবায়ের ও রফ🤪িক।

ফিফটির সঙ্গে ২টি উইকেট শিকার করে অলরাউন্ড নৈপুণ্য দেখানো রফিক ম🏅্যাচসেরা হয়েছেন।