নারী ক⭕্রিকেটারদের বেতন বৃদ্ধি, বোনাস ও কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিস🔯িবি)।
শনিবার (২১ ডিসেম্বর) বোর্ডের ১৬তম সভায় এ সিদ্ধানꦰ্ত নেয় বিসিবি। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হ🎐য়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ অক্টোবর থেকꦑে আগামী বছরের ৩০ জুন মেয়াদে ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি ও ৩০ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়ꦬেছে।
বিসিবি জানায়, নারী ক্রিকেটারদের বেতন দেওয়া হবে ৪ট🐲ি গ্রেডে। এর মধ্যে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ২০২৩-২৪ মৌসুমের চেয়ে মাসে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আর ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে।
চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, ফারজানা হক, ঋতু মনি ও নাহিদা আক্তার। তারা প্রতি মাসে বেতন পাবেন ১ লাখ ২০ হাজার টাকা করে। আর সর্বনিম্ন ‘ডি’ ক্যাটাগরিতে থাকা স্বর্ণা আক্তার, দি🦋শা বিশ্বাসরা পাবেন মাসে ৬০ হাজার টাকা করে।
জꦫাতীয় চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ꦡ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। এই চুক্তিতে আছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন, রুমানা আহমেদরা।
এ ছাড়া এখন থেকে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন খেলোয়াড়রা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের ক্ষেত্রে ওয়ানডেতে র্যাংকিংয়ের ১-৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস ১ লাখ টাকা। র্যাংকিংয়ের ৪-৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫ হাজার এবং ৭-৯ নম্বর দলের 🦋বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। সিরিজ জিতলেও পাওয়া যাবে সমপরিমাণ বোনাস।
[107351]
টি-টোয়েন্টি ক্রিকেটে র্যাংকিংয়ের ১-৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস ৫০ হাজার টাকা, ৪-৬ নম্বরে থাকা দলের বিপক্ষে জয়ের জন্য ৩৫ হাজার টাকা এবং ৭-৯ নম্বরে থাকা দলের বিপক্ষে জিতলে ৩০ হাজার টাকা বোনাস দেওয়া হবে। একই বো♋নাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও।