ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৪০ এএম
মাঠে ভারতীয় খেলোয়ারদে উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং ব্যর্থতায়🐬 মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছেন টাইগ্রেসরা। এতে ৪২ রানের জয় পায় ভারত।

রোববার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়া🅘মে শিরোপা নির্ধারণী ফাইনালে 🐻টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশের যুব টাইগ্রেসরা।

ফিল্ডিংয়ে দারুণ বোলিং করে ৪ উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন। তবে গোঙ্গাদি তৃষ🍃ার ফিফটি ও শেষদিকে টেলএন্ডারদের ক্যামিওতে ১১৭ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

অন্যদিকে বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও এ🐼কটি হিট উইকেট হয়ে। ১৮ দশমিক ৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদౠেশ। অর্থাৎ এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম আসরে যুব টাইগ্রেসরা রানারআপ।

বিপরীতে ভꦆারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথ✨া ১টি উইকেট শিকার করেন।

এর আগে ১১৭ রান সংগ্রহের পথে ভারতীয় ওপꦍেনার তৃষা ৪৭ বলে ৫২ এবং শেষ দিকে মিথিলা ভিনোদ ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে স✃র্বোচ্চ ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন।