রোববার ব্রিসবানে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে স্টিভেন স্মিথ টপকে যান কেন উইলিয়🎉ামসনকে। তবে সোমবার হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে স্মিথকে ফের ছুঁয়ে ফেলেন কেন উইলিয়ামসন। সেইসঙ্গে টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরꦅের ইতিহাসে গড়লেন বিরল এক রেকর্ড।
ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে উইলিয়ামসন ৮৭ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় 🃏ইনিংসে সেঞ্চুরির আগে থামানো যায়নি উইলিয়ামসনকে।
ব্রিটিশদের বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসন ৮টি বাউন্ডারির স꧋াহায্যে ৫৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি সেঞ্চুরির গণ্ডি টপকান ১৩৭ বলে। শেষ পর্যন্ত ২০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০৪ বলে ১৫৬ রান করে আউট হন উইলিয়ামসন।
টেস্ট ক্যারিয়ার𒐪ে এটি উইলিয়ামসনের ৩৩তম সেঞ্চুরি। ১০৫টি টেস্টের ১৮৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩টি সেঞ্চুরি করেন তিনি। টেস্ট ক্রিকেটের ইত🦋িহাসে সব থেকে বেশি সেঞ্চুরিকারী ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে ১১ নম্বরে উঠে আসেন কিউই তারকা। তিনি এই নিরিখে পিছনে ফেলে দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াকে। বসে পড়েন অ্যালেস্টার কুক (৩৩) ও স্টিভ স্মিথের (৩৩) সঙ্গে একাসনে।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে জো রুটের (৩৬) পিছনে স্মিথের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় 🀅স্থান🎀ে রয়েছেন উইলিয়ামসন। তাদের পিছনে রয়েছেন বিরাট কোহলি (৩০)।
এদিকে, সোমবার হ্যামিল্টনে সেঞ্চুরি করা মাত🌠্রই কেন উইলিয়ামসন এমন এক বিশ্বরেকরꦫ্ড গড়েন, যা আর কোনও ক্রিকেটারের নেই। হ্যামিল্টনের সেডন পার্কে টানা ৫টি টেস্টে সেঞ্চুরি করেন উইলিয়ামসন। একটি মাঠে টানা ৫টি টেস্টে সেঞ্চুরি করার নজির বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই।