শুধু পুরুষদের টেস্টেই নয়, নারী টেস্টেও অহরহ রেকর্ড সৃষ্টি হচ্ছে। বিশ্ব নারী টেস্ট ক্রিকেটের ২৬ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে গেল। নতু𒀰ন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ব্যাটার ন্যাট সিভার ব্র্যান্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্লুমফনটেনের ২২ গজে ১২৮ রানের ইনিংস খেলার মাঝেই রেকর্ড গড়লেন ৩২ বছরের ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৫ বলে ১২৮ রানের ইনিংস খেলার ফাঁকে ৯৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্র্যান্ট। নারীদের টেস্ট 𝔍ক্রিকেটের ইতিহাসে তার এই সেঞ্চুরিই দ্রুততম। এর আগ𝄹ে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার চামানি সেনেভিরত্নের দখলে। তিনি ১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। সেনেভিরত্নের ২৬ বছরের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ব্র্যান্ট।
নারীদের টেস্টে দ্রুততম সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থꦍানে রয়েছেন ভারতের শেফালি বর্মা। তিনি ২০২৪ সালে বেঙ্গালুরুতে ১১৩ বলে স🎀েঞ্চুরি পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই।
ব্র্যান্ট ছাড়াও ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন ওপেনার মাইয়া বাউচার। তিনি ১২৬ রানের ইনিংস খেলেন। ৯ উইকেটে ৩৯৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দি🔜য়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। জবাবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১১৭। ওপেন ক✅রতে নেমে ৫৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক লরা ওলভার্ড।