বিশ্বকাপের ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে অজিদের ব্য♎াটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইং♚লিশ ক্যাপ্টেন এয়ন মরগান।
দুইটি করে ম্যাচ খেলে দুইটিতেই জিতেছে দুই দলই। তাই আজ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রীড়া প্রেমীদের।&nbs🍸p;
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারꩲ্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোশ হ্যাজেলউড।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জ🅠র্ডান, আদিল রশিদ ও টিমাল ম𓃲িলস।