নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারাল নামিবিয়া

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৭:৩০ পিএম

আইসিসি বিশ্বকাপের প্রথম পর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে নামিবিয়া ও নেদারল্যান্ডস। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রানের টার্গেট দে♎য় নেদারল্যান্ডস। জবাবে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে নামিবিয়া।

এই ম্যাচে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় নামিবꦅিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের ব্যাটসম্যান সর্💎বোচ্চ ৭০ রান করেন ওপেনার ম্যাক্স ও’দোদ।

জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়াইজের অপরাজিত ৬৬ রানে ভর করে ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নামিবিয়া। ৫টি ছয় ও চারটি চারের মাধ্যমে এ রান করেন তিনি। 
এছাড়া 𒆙স্টিফেন বার্ড ১৯, জিরহার্ড এরাসমাস ৩২ রান করেন। 

নেদারল্যান্ডের ক্লাসেন, অ্যাকেরম্যান, গাউটে♎ন, সিলার নিয়েছেন একটি করে উইকেট।&🧜nbsp;

আরও সংবাদ