নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাট🍸ার বেভন জ্যাকবস প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি টি-টোয়𓆉েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
চ্যাম🔥্পিয়ন্স ট্রফি শুরুর আগে ৫ জানুয়ারি থেকে এই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হ𓂃বে এই দুই দেশ। যদিও আপাতত জ্যাকবসকে শুধুমাত্র টি-টোয়েন্ট দলে জায়গা দেওয়া হয়েছে।
অন্য দিকে সদ্য সমাপ্ত ই🔯ংল্যান্ড টেস্ট সিরিজের প্রস্তুতির✤ জন্য গত মাসে শ্রীলঙ্কা সফরে অনুপস্থিত রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও ম্যাট হেনরি ফের সাদা বলের দলে ফিরেছেন। হেনরি এই সিরিজে একটি তরুণ পেস আক্রমণের নেতৃত্ব দেবেন। তার সঙ্গী হবেন জ্যাক ফাউলকেস, উইল ও’রোর্ক, জ্যাকব ডাফি ও অলরাউন্ডার নাথান স্মিথ। স্পিনার হিসেবে কিউইদের হাতে অপশন হিসেবে রয়েছে মিচেল স্যান্টনার, অলরাউন্ডার রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস।
এছাড়াও কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার কারণে দলে নেই। বেন সিয়ার্স (হাঁটু) এবং কাইল জেমিসন (ব্যাক) ইনজুরি থেকে সেরে উঠতে রিহ্যাব 𓄧প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারুণ্যের উপর জোর দিয়েই দল গঠন করেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকেস, মিচ হে, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিꦺন রবীন্দ্র, টিম রবিনসন, নাথান স্মিথ।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: মিচে▨ল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়াং।