পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে গ্যালারিতে যে রোমান্টিক ঘটনা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০২:৫৭ পিএম
এক যুবক হাঁটু গেড়ে বসে তার প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ছবি : সংগৃহীত

দারুণ ঘটনা। ব্যাট-বলের লড়াই ছাড়াও জোহানেসবার্গের এক ম্যাচ আলাদাভাবে স্মরণীয় হয়ে যাকবে বিশেষ কারণে। কেননা এই ক্রিকেট ম্যাচ চলাকালীন ওয়ান্ডারার্সের গ্যালারি ও মেডিক্যাল সেন্টারে এমন ২টি ঘটনা ঘটে, যা একেবারে নজিরবিহীন নয়, তবে সনꦡ্দেহ নেই।

জোহানেসবার্গে দক্ষিণ আ﷽ফ্রিকা ও পাকিস্তান সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচটি ছিল নিছক নিয়ম রক্🀅ষার। পাকিস্তান তৃতীয় ম্যাচও জিতে হোয়াইটওয়াশ করে প্রোটিয়াদের।

জোহানেসবার্গের ক্র𒊎িকেট স্টেডিয়াম রোববার সাক্ষী হয়ে থাকলো একটি রোমান্টিক প্রপোজাল ও নবজাতকের ভূমিষ্ঠ হওয়াꦰর। ম্যাচের মাঝেই স্কোরবোর্ডে সুখবর দেওয়া হয় স্টেডিয়ামের মেডিক্যাল সেন্টারে এক শিশু সন্তানের জন্মের। পুত্র সন্তানের জন্মের পরে অভিনন্দন জানানো হয় রাবেং দম্পতিকে।

এরই পাশাপাশি এক যুগলের এনগেজড হওয়ার ছবিও দেখা যায় ওয়ান্ডারার্সে। এক যুবকের হাঁটু গেড়ে বসে প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় স্ট🧔েডিয়াম চত্ত্বরেই। বলা বাহুল্য, প্রস্তাবে সানন্দে সম্মত হতে দেখা যায় তার সঙ্গিন༒ীকে।

ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৭ ওভার প্রতি ইনিংসে। পাকিস্তান নির্ধারিত ৪৭ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তোলে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৭ ওভারে ৩০৮ রানই। তবে প্রোটিয়া দল ৪২ ওভারে ২৭১ রানেꦍ অলআউট হয়ে যায়। ফলে ডি-এল মেথডে ৩৬ রানে ম্যাচ জেতে পাকিস্তান।