চ্যাম্পিয়ন্স ট্রফি

সবার আগে দল ঘোষণা ইংল্যান্ডের, জায়গা হয়নি বেন স্টোকসের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:১৫ পিএম
বেন স্টোকস। ছবি: সংগৃহীত

ওয়ানডে ফরম্যꦍাটে চ্যাম্পিয়ন্স ট্রফির পরের আসর অনুষ্ঠিত হবে মার্চ মাসে পাকিস্তানের মাটিতে। তবে ভারতের খেলাগুলো হবে আরব আমিরাতে। তাই এটা হবে হাইব্রিড মডেলে। সেটা যাইহোক, টুর্নামেন্ট শুরুর প্রায় তিন মাস আগে দল ঘোষণা করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সবার আগে ইংল্যান্ড নাম ঘোষণা করলো। 

আর এই দলে নেই বেন স্টোকস💮।  একই সঙ্গে টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।    

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার( অধিনায়ক), জোফরা আর্চার, গ্যাস আটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্র♋াইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।                                               

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার( অধিনায়ক), জোফরা আ𒁏র্চার, গ্যাস আটকিনসন, রেহান আহমেদ, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।